মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ০১জন শিশু নিহত হয়।
২৯ শে এপ্রিল আনুমানিক ৫ঃ৩০ ঘটিকায়
নিহত শিশু কাজল বালা (০৪), পিতা- অভিজিৎ বালা, গ্রাম- ভেন্নাবাড়ি, সাতপাড়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। জানা যায়, উল্লেখিত কাজল বালা তার মায়ের সাথে রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে টেকেরহাট গামী মোটরসাইকেল ধাক্কা দিলে সে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় তার পরিবার সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি বর্তমানে হাসপাতালে রয়েছে।
উল্লেখিত মোটরসাইকেল আরোহী ও মোটরসাইকেল টি স্থানীয় বৌলতলী পুলিশ ফাঁড়ি আটক করে। এ ব্যাপারে স্থানীয় থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com