শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ভীত হয়ে পড়েন এবং অনেকেই ঘর থেকে বের হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ঘটনাটিতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিচারকের বাসভবনের নিরাপত্তা ও আশপাশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে এবং এর পেছনের উদ্দেশ্য কী—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানাতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।