মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি;
গোপালগঞ্জ কারাগারের ডাকাতি মামলার হাজতি মোঃ রতন মোল্লা (৪৫) এর মৃত হয়েছে। আজ বুধবার (২১মে) দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত রতন মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের মোঃ মোজিদ মোল্লার ছেলে।সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ডাকাতি মামলার আসামী ছিলো।
গোপালগঞ্জ কারাগারের জেলার তানিয়া জামান বলেন, হাজতি রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার (১৯মে) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়।ওই দিন সে অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়।পরে আজ বুধবার(২১মে) দুপুর ০১টা ৩০ মিটে অসুস্থ হলে তাকে দুপুর পৌনে ২টায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ০৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ব্যপারে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী সাংবাদিকদের বলেন, মোঃ রতন মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। রোগী হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা। গোপালগঞ্জ ২৫০ শযা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি জানান, কারা কর্তৃপক্ষ রতন মোল্যা নামে এক হাজতিকে জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মুত্যু হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com