মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে স্বজনকে দেখতে এসে হামলার শিকার হয়েছেন কাইয়ুম শেখ ও তার বড় বোন রেশমা। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। তারা জানান, বড় বোনের মেয়ে জামাই আব্দুর রহমানকে দেখতে গোপালগঞ্জ সেন্ট্রাল কারাগারে আসেন। কারাগারের সামনে পৌঁছালে সেলিম কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কাইয়ুম ও রেশমা। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে কাইয়ুম শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে—গোপালগঞ্জ মাঝিগাতীর মোস্তফা কাজীর ছেলে সেলিম কাজী (৩২), খুলনার বটিয়াঘাটার বদরুজ্জামানের ছেলে নাঈম (২৪), শেখ বদিউজ্জামানের মেয়ে রাবেয়া জামান (১৯), স্ত্রী লাকি বেগম (৪৫)সহ ৫-৭ জন তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রেশমার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ৭ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। এসব স্বর্ণালংকারের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।
আহত রেশমা বলেন,“আমরা রিকশায় কারাগারের সামনে পৌঁছালে সেলিম কাজীসহ ১০-১২ জন আমাদের উপর হামলা চালায়। তারা আমাদের রিকশা থেকে নামিয়ে মারধর শুরু করে এবং একপর্যায়ে আমার মাথায় কোপ দেয়। আমাদের জান-মালের নিরাপত্তা নেই। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।”

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com