মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :
“সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গোপালগঞ্জে স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০.০০ টায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে জেলা সার্কিট হাউজ চত্তর থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আজহারুল ইসলামের নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্নয়ন মেলার প্যাভিলিয়নে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন। উন্নয়ন মেলার প্যাভিলিয়নে ২৫ টি স্টলে গোপালগঞ্জ জেলার ২১টি ইউনিয়ন সেবাকেন্দ্রের স্টলসহ, জেলা পৌরসভা, জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিজিটাল সেবা ও তথ্য সহায়তার স্টল অংশ নেয়।
মেলা উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মহাসিন উদ্দিন, সদর সার্কেল খাইরুল আলম , সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক শিকদার জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ প্রমুখ।
এ সময় বক্তারা স্থানীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com