মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।
গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে শহরের বেদগ্রাম এলাকায় অবস্থিত সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোঃ আনারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সিএসএস-এর জোনাল ম্যানেজার মি. সঞ্জিত সরকার, জোনাল অ্যাকাউন্টস মি. শ্যামল মন্ডল, আঞ্চলিক ব্যবস্থাপক মি. পংকজ আঢ্য, চিকিৎসক ডা. হিল্লোল বিশ্বাসসহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিনব্যাপী চলমান এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সিএসএস-এর পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com