মোঃশিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আল ইমরানের গোয়াল ঘর থেকে বাছুরসহ গরু চুরি হয়েছে। গতকাল ১৯ (মার্চ )রাত আনুমানিক ৩ টার সময় গোয়াল ঘরের তালা ভেঙে বাছুরসহ গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা।দৈনিক দক্ষিণবঙ্গের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক আল ইমরানের কাছে গরু চুরির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আমার বাবা ব্যবসার পাশাপাশি পরিবারের দুধের চাহিদা মেটাতে একটি গাভী পালন করে আসছেন। গাভিটি থেকে গতকালও প্রায় ২ কেজি দুধ দোহন করা হয়েছে। যা আমার পরিবারের আমিষের চাহিদা পূরণ করত। কাশিয়ানী উপজেলায় প্রায় রাতেই গরু চুরি হয়ে আসছে। অন্যের গরুর চুরির নিউজ করতে করতে শেষ কাটালে আমার নিজের পালের গরুই চুরি হয়ে গেল।কাশিয়ানী উপজেলার অনেককেই আমি আয়ের একমাত্র উৎস পালের গরু চুরি হওয়ায় কান্নাকাটি করতে দেখেছি। আজ বুঝতে পারলাম শখের পালের গরু চুরি হলে কেমন লাগে।আমি মনে করি কাশিয়ানী উপজেলায় প্রতিটি গরু চুরির অভিযোগ সুষ্ঠু তদন্ত হলে এবং প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতো না।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com