মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মান্দারতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন সিকদার সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই এবং মান্দারতলার দ্বীন ইসলাম সিকদারের ছেলে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলার ঘটনায় ২৮ জুলাই সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-৩১)। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে রুজু করা হয়।
তিনি আরও জানান, ওই মামলার আসামি হিসেবে সুজন সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com