মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় আজ (২৯ জুলাই ২০২৫) বিকেল ৩টায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা:নাজমুল হাসান, কভার ভ্যান চালক, পিতা: আলী আহমদ, গ্রাম উড়িশ্বর, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা।সোহেল, পিতা: আব্দুল খালেক, টুটপাড়া, থানা সদর, জেলা খুলনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া মহাসড়কের ঘোনাপাড়া সরকারি চক্ষু হাসপাতালের সামনের সড়কে ঢাকাগামী ইমাদ পরিবহন বাসের সাথে খুলনাগামী পোলার আইসক্রিমের মিনি কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত নাজমুল হাসানকে অবস্থার অবনতি থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত সোহেলকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com