বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাসেল মুন্সির জানান, মধুমতি বিল রুট চ্যানেলে পাশের পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তুলে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিল অবৈধ দখলদারেরা। পরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জজ্য নোটিশ ও মাইকিং করা হয়। সোমবার সকালে সদর উপজেলা ৩০নং হরিদাসপুর মৌজার বিআরএসের ৪নং খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়।
তিনি আরো জানান, আগামীতেও পয্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলে পাশ থেকে আরো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।