মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ,জেলা প্রতিনিধি।
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গোপালগঞ্জের ডিএসবির এএসআই মোঃ মনিরুল ইসলাম মনির অষ্টমবারের মতো পুরস্কার লাভ করেছেন। ৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি এই সম্মান অর্জন করেন। ধারাবাহিকভাবে সাফল্যের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা পুলিশে একজন নির্ভরযোগ্য ও শ্রদ্ধেয় কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এএসআই মনিরুল ইসলাম মনির বলেন, "এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেকে সর্বোচ্চ উৎসর্গ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।"
গোপালগঞ্জ জেলা পুলিশ তার এ সাফল্যে গর্বিত। পুলিশ সুপার মহোদয়ও অনুষ্ঠানে বক্তব্যকালে মনিরুল ইসলামের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com