মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা দুদকের কার্যালয়ে সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে ঠিকাদরকে বিল পরিশোধ করার অভিযোগে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ দন্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা মোতাবেক একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-( ১ ) তারিখ ১৩ জানুয়ারী ২০২৫। মামলার আসামীরা হলেন:জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান (৩৯)। বর্তমানে তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বরত। অপর আসামী মেসার্স হাবীব এন্ড কোং এর স্বত্তাধিকারী- এস.এম.হাবিবুর রহমান (৬৮) মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়কান্দি ব্রিজ হতে মাইজকান্দি খাল পর্যন্ত ০৩ টি ব্রিজসহ রাস্তা এইচবিবি করণ প্রকল্পের কাজ করেন আসামীগণ। তারা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধমে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন না করে চূড়ান্ত বিল দাখিল করে । এবং অসম্পূর্ণ কাজের বিল বাবদ ছয় লক্ষ তেত্রিশ হাজার সাত শত চুয়াল্লিশ টাকা উত্তোলন করে। যা ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক এবং বিশ্বাস ভঙ্গ অপরাধ। গত পহেলা জানুয়ারী দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নির্দেশনা মোতাবেক দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ হতে জেলা পরিষদ, গোপালগঞ্জ আওতাধীন কাশিয়ানীতে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে ব্রিজ ব্যবহারের অনুপযোগী অবস্থায় ফেলে রাখার অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। সত্যতার প্রমাণ পাওয়ায় উক্ত টিম মামলা রুজুর সুপারিশপূর্বক প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকাতে পাঠানো হয়। এরই প্রেক্ষিত দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর আজ ১৩ জানুয়ারি এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com