বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শুক্রবার ১৩ই সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটে প্রথমে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড় ও পরে টুঙ্গিপাড়ার খালেকের বাজারে পথসভা চলাকালে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে গেলে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানী টুঙ্গিপাড়ায় গণ সংবর্ধনায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ঘোনাপাড়া নামক স্থানে পথসভা করার সময় তাদের সাথে থাকা নেতা কর্মীরা আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিঁড়লে স্থানীয় লোকজন বাঁধা দেয় এবং উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।
এসময় স্থানীয় উত্তেজিত এলাকাবাসীর হামলায় গুরুতর আহত হন এস এম জেলানী তার সাথে থাকা ৩৫ নেতা কর্মী। এলাকাবাসীরা নেতা কর্মীদের বহরের কয়েকটি গাড়িও ভাঙচুর করে বলে জানা যায়।
পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার খালেক বাজার পৌঁছালে তাদের উপর দ্বিতীয় দফা হামলার শিকার হন।হামলায় আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত বাংলাদেশ কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
সংঘর্ষের ব্যপারে জানতে চাইলে স্থানীয় এক দোকান ব্যবসায়ী বলেন, স্বাভাবিক ভাবেই ওরা তাদের পথসভা করছিল। হঠাৎ ওদের ভিতরে থাকা কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের লাগানো ব্যানার ছিড়ে ফেলতে শুরু করে। ব্যপারটি স্থানীয় লোকজন দেখতে পেরে ওদের বাধা দেয়। পরে বিএনপির নেতা কর্মীদের সাথে স্থানীয় লোকজনদের সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি আরো বলেন তারা তাদের মত করে মিটিং মিছিল করছে কেউ বাঁধা দেয় নাই তারা যখন আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার ছিড়েছে তখনি গোন্ডগোলের সৃষ্টি হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।