মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টান সার্ভিস সোসাইটির- সিএসএস প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ই মে সকালে শহরের বেদগ্রাম সিএসএস, কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এম. রকিবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার,গোপালগঞ্জ, আরো উপস্থিত ছিলেন,প্রীতিশ রায় জোনাল ম্যানেজার, মোঃ আনোয়ারুল হক, এবং ডঃ মহোসিনা হক,পরে দিনব্যাপী চলমান এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা দেয়া হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com