বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি,
দেশব্যাপী ধর্ষণ, হত্যাসহ নারীর ওপর সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে আজ সোমবার বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি সোহান ইসলাম সভাপতিত্বে কলেজের সামনের সড়কে মানববন্ধনে পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি: মিকাইল হোসেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি: ইমরুল হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি :আলহাজ্ব জেলা ছাত্রদলের সভাপতি: মিকাইল হোসেন
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি: ইমরুল হাসান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা তাসবির,জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক :রাজীব বিশ্বাস রাজু,জেলা জাসসের আহবায়ক: ধীরাজ, জেলা জাসাসের সদস্য সচিব: মাসুদসহ প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা, দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী করেন। এ সময় মানববন্ধনে ছাত্রদলের সাথে শতাধিক সাধারণ ছাত্র /ছাত্রী অংশ গ্রহন নেয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।