মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালায়,এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এর সভাপতিত্বে উপজেলা হল রুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব, গোপালগঞ্জের সভাপতি মো: জুবায়ের হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বাবলী শবনম, ছাত্র সমন্বয়ক জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ। এ সময় বক্তারা তারুণ্যের উৎসব ২০২৫ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য তুলে ধরেন।
এর আগে উপজেলা চত্বরে একটি র্যালী বের হয়ে
এলজিআরডি সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com