মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেব নাথ, পৌর প্রশাসক মো. গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী এবং জেলা শিক্ষা কর্মকর্তা খো. রুহুল আমিন।
সালমা পারভীনের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর গোপালগঞ্জে এসএসসি (সাধারণ) থেকে ৬০৭ জন, দাখিল থেকে ১৭ জন এবং ভোকেশনাল থেকে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে শহর এলাকায় এসএসসিতে ১৯১ জন, দাখিলে ১ জন এবং ভোকেশনালে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“তোমরা যারা আজ এই সফলতার শিখরে পৌঁছেছ, তোমাদের পরিশ্রম শুধু তোমাদের নয়, পুরো জাতির জন্য এক অনুপ্রেরণা। আশা করি ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্য নিয়ে সাহসী পদক্ষেপ নেবে।”
অনুষ্ঠান শেষে জেলার পাঁচ উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁদের ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্যের কামনা করেন অতিথিবৃন্দ।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com