মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংর্ঘষ ঘটনা ঘটেছে। এ সংর্ঘষে প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মোচনা ইউনিয়নের আছাদ সিকদার ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ নেতৃত্বে এই দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ- সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল,মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে বলে জানা গেছে।
মুকসুদপুর থানার অফিসার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি
পুলিশে নিয়ন্ত্রনে রয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com