বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আগামী ১৫ মার্চ গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এসময় মেডিকেল অফিসার ডা: দিবাকর বিশ্বাস, এস এম সাব্বির হোসেন মহাসচিব (ভারপ্রাপ্ত) প্রেসক্লাব গোপালগঞ্জ, এস এম নজরুল ইসলাম সভাপতি রিপোর্টার্স ফোরাম, মোজাম্মেল হোসেন মুন্না স্টাফ রিপোর্টার যমুনা টেলিভিশন, নিতিশ চন্দ্র বিশ্বাস দৈনিক জনকণ্ঠ, পলাশ শিকদার দৈনিক বাংলাদেশের খবর ও দপ্তর সম্পাদক প্রেসক্লাব গোপালগঞ্জ, আব্দুল্লাহ আল মামুন যুগ্ন মহাসচিব প্রেসক্লাব গোপালগঞ্জ ও আর টিভি প্রতিনিধি, বদরুল আলম বাদল ভোরের রানার,মোঃ শিহাব উদ্দিন দৈনিক আলোকিত প্রতিদিন সদস্য প্রেসক্লাব গোপালগঞ্জ, সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।
সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, আগামী ১৫ মার্চ সারা দেশের মত গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫৭২ জন শিশুকে নীল রং এর ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫৩১ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৭টি স্থায়ী, ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।