মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবী ও ভাতিজাদের লাঠির আঘাতে আঃ রহমান মোল্লা ( হাবিব মোল্লা ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার বিজয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাড়ির জায়গা নিয়ে নিহত ( হাবিব মোল্লা ) আঃ রহমানের সঙ্গে তার বড় ভাবী মর্জিনা বেগম ও ভাইপোদের বিরোধ ছিল। এর জেরে শনিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাবী ও ভাতিজারা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠান।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com