মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
জেলা গোয়েন্দা শাখা গোপালগঞ্জের এস আই/মো: ফারুক আলম এর নেতৃত্বে এস আই জোবায়ের হোসেন এস আই জুলফিকার আলী এএসআই বিপ্লব মন্ডল কনষ্টেবল লোকমান হোসেন কনষ্টেবল মাসুদ রান কনষ্টেবল আরিফ হোসেন কনষ্টেবল সোহেল মাহমুদের সমন্বয় অভিযান টীম অভিযান পরিচালনা করে ২২/১২/২৪ তারিখ বিকাল ৫.৩৫ ঘটিকার সময় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম ওরফে দবু (৩৮) পিতা- তৈয়বুর রহমান শেখ সাং শ্রীরাম কান্দি থানা টুঙ্গিপাড়া জেলা গোপালগঞ্জকে নিজ বাড়ি থেকে
গত ২৩/১২/২৪ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ দেবগ্রাম জান্নাতুল ঘরোয়া হোটলের সামন থেকে জোবায়ের হোসেন (২৬) পিতা- কামরুল হেসেন সাং করচাডাঙ্গা থানা জীবন নগর জেলা চুয়াডাঙ্গা এনামুল হক (৩৩) পিতা- আকরাম হোসেন সাং কেশবপুর থানা মহেশপুর জেলা ঝিনাইদহদ্বয়কে ১৫৬ বোতল ফেনসিডিল সহ এবং অদ্য ২৫/১২/২৪ ইং তারিখ সকাল ৯.৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ সবুজবাগ বৈশাখী রোড হইতে নুর আলম মোল্লা (৪৫) পিতা মোফাজ্জল মোল্লা সাং আড়ুয়া কংশুর থানা জেলা গোপালগঞ্জকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com