মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে নির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে একটি কঠোর চেকপোস্ট স্থাপন করে ব্যাপক যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় উপজেলার নিলফা বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
চেকপোস্ট কার্যক্রমে অংশ নেন মোট ৩০ জন সুসজ্জিত সেনাসদস্য। অভিযান চলাকালে মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন থামিয়ে নিবিড় ও পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোঃ কাওসার (২৮) নামে এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ও কৌশল দেখে সংশ্লিষ্টরা এটিকে একটি সংঘবদ্ধ মাদক চক্রের অংশ বলে ধারণা করছেন।
আটককৃত ব্যক্তি পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, রাজধানীর গুলিস্তান এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিরোজপুর জেলায় পাচারের উদ্দেশ্যে বহন করছিল।
পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদক পাচার, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com