শনিবার, ১২ Jul ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে স্বামীর পরকীয়া সন্দেহে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ছুরিকাঘাত করলে সৌদি প্রবাসী বায়েজিদ সিকদার মারাত্মকভাবে আহত হন।
গুরুতর অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বায়েজিদ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিন রাতেও তীব্র ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ছুরি দিয়ে স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন।
অভিযোগ রয়েছে, ঘটনার পর স্ত্রী নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসা দেন এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।