মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের বোরহানের দোকানের সামনে ব্যক্তি মালিকানাধীন মোল্লা মার্কেটের সামনে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পাশের সরকারি জায়গা জোর দখল করে দোকান নির্মাণ করছে একই এলাকার হাসমত মোল্লার ছেলে নুর ইসলাম মোল্লা ও একই এলাকার ভুমিদস্যূ প্রকৃতির সংঘবদ্ধ প্রভাবশালী মহল।
এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে সরেজমিনে গেলে দেখা যায়, নুর ইসলাম মোল্লা তার দলবল সহ রাস্তার পাশের সরকারি জায়গায় ঘর তুলেছে। আশেপাশের লোকজন বাঁধা দিলে তাদেরকে হুমকি ও মারমুখী ভূমিকা নিতে দেখা যায়। সন্ত্রাসী ভূমিদস্যু অবৈধ জায়গা দখলকারীরা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিটা অন্য দৃষ্টিতে নিয়ে নানা ভাবে প্রশ্নবিদ্ধ করে তাদের ।
এ ব্যপারে অভিযুক্ত নুর ইসলামের নিকট জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন এই জায়গা বহু বছর যাবৎ আমার বাবা দাদারা ভোগদখল করে আসছে, এখন আমরা ভোগ করবো। অভিযুক্ত নুর ইসলাম মোল্লার বক্তব্যে এটাই পাওয়া যে এলাকাবাসীর অভিযোগ সত্য, দখলকারীরা সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক পর্যায়ে তিনি স্বীকার করে বলেন, এই জায়গার আমাদের কোন কাগজ বা দলিল নাই এটা সরকারি জায়গা। আমার পূর্বে আমার বাপ-দাদারা খেয়েছে তাই আমি এখন এই জায়গাটা ভোগ করার জন্য দোকান নির্মাণ করছি।
এলাকাবাসীর মাঝে এই সরকারি জায়গায় দোকান নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে টুঙ্গিপাড়া থানা থেকে পুলিশ এসে কাজটি বন্ধ করে দেয়। তদন্তকারী অফিসার ব্যপারটি সমাধানের জন্য টুঙ্গিপাড়া ভূমি কর্মকর্তা উপর ন্যস্ত করেন।
এ সকল দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে আমরা মনে করছি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com