শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
দেশের উৎপাদিত সব ধরনের ওষুধের দাম সরকার কর্তৃক নির্ধারণের দাবি সহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)। বৃহস্পতিবার সকালে, প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এই মানববন্ধন হয়।
বিসিডিএসের নেতারা বলেন, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক তথ্য সরবরাহ বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা। সারা দেশের ওষুধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিয়ে দ্রুত প্রতিস্থাপন করা, ব্যবসায়ীদের ন্যায্য কমিশন বাস্তবায়ন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানে কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করাসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য তাঁরা এই কর্মসূচি পালন করেছেন।দাবি মেনে নেওয়ার জন্য তাঁরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।