মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৭ আগস্ট ২০২৫) বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ্। এছাড়াও উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার এবং প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা, অভিভাবক-প্রতিষ্ঠান সহযোগিতামূলক সম্পর্ক ও শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সবাই।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com