মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের দক্ষিন হিরণ শেখ বাড়ির মকবুল হোসেন শেখের বাড়িতে গত ১৪ই এপ্রিল রাত আনুমানিক ৩টার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী, সাবেক সেনাবাহিনী থেকে বের করে দেওয়া সদস্য গোলাম রশুল মোল্লা ও তার সহযোগীরা। ভুক্তভোগীর বাড়িতে ঢুকে বাড়িতে থাকা ছেলে মোঃ আলিনুর ইসলামের অটো বাইক চুরি করতে না পেরে পুড়িয়ে দেয়। আলিনুর এর বাড়িতে থেকে আগেও একটি অটো বাইক ও ব্যাটারি হারানোর ঘটনা ঘটার পর তারা সতর্কতা মূলক সিসি ক্যামেরা লাগিয়েছিল। সেই সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায় গোলাম রশুল মোল্লাকে।
এ ব্যপারে ভুক্তভোগী প্রতিবন্ধী মোঃ আলিনুর শেখ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর দেওয়া সিসি ক্যামেরার ফুটেজটাও থানায় দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে এস,আই কামরুল ও এস,আই হাসমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তদন্তের স্বার্থে আসামিকে থানায় নিয়ে শনাক্ত করা হয়। অভিযুক্ত রশুল ব্যপারটি মিটমাট করার কথা বলে আর যোগাযোগ করে নাই। ভুক্তভোগীর তথ্য অনুযায়ী কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফিরোজ আলম ব্যপারটি মিটমাট করে দিবে বলে বললেও প্রয় ১৪ দিন পার হয়ে গেছে বিষয়টির ভুক্তভোগী প্রতিকার পাই নাই। এ ব্যপারে গোপালগঞ্জ আদালতে আরো একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সুবিচারের জন্য।
এ ব্যপারে ভুক্তভোগী আলিনুর ইসলাম বলেন আমি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় জীবন জীবিকার নিমিত্তে আমি ১টি ইজি বাইক ক্রয় করে নিজেই সংসার চালাইয়া আসতেছি। আমার অটো বাইক পুড়াইয়া দেবার কয়েকদিন আগে আমার বাড়ির পালিত কুকুরটিও ওরা বিষ খাইয়ে মেরে ফেলেছে।
ওরা আমার বাড়ি থেকে আগেও একটি ইজি বাইক চুরি করেছিল। অটো ও ব্যাটারি চুরি করার পর আমি বাড়িতে একটি সিসি ক্যামেরা লাগাই। গোলাম রশুল, তাহের মোল্লাও কৃঞ্ন দে একত্রিত হয়ে আবারো আমার গাড়িটি চুরি করতে এসেছিল গাড়িটিতে ৪টি তালা দেওয়া ছিল বলে নিতে না পেরে পুড়িয়ে দিয়েছে। গত ১৩/০৪/২০২ইং তারিখ বিকলে অভিযুক্ত কৃস্ন ইজি বাইক নিয়ে আমার বাড়িতে আসে আমাকে বলে যে, আমার বাড়িতে যাওয়ার পথে স্যালো মেশিন বসানো হয়েছে, আমার বাড়িতে ঢোকার পথ বন্ধ হয়ে গেছে। তার ইজি বাইকটি আমার বাড়িতে রাখার জন্য। আমি জানাই যে আমার ইজি বাইক রাখার ঘরে কোন জায়গা নাই। তাই রাখলে বাইরে রাখতে হবে। তখন আসামীরা উক্ত ইজি বাইক আমার ইজি বাইক রাখার ঘরের পার্শ্বে তালা মেরে রেখে চলে যায়। ১৪/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ৩ ঘটিকার সময় আগুনের পোড়া শব্দে এবং বাহিরে আলো দেখে জেগে দেখি আমার ইজি বাইক ও ঘরে আগুন জ্বলছে এবং পার্শ্বে রাখা ইজি বাইকটি নাই। আমার আত্মচিৎকারে লোকজন ছুটে আসে এবং অগুন নেভাতে সক্ষম হই। কোটালীপাড়া থানায় ওসি আমার ব্যাপারটি সমাধান করে দেওয়ার কথা সমাধান না করায় আমি গোপালগঞ্জ পুলিশ সুপারের নিকট ব্যপারটি জানিই, তিনি তাৎক্ষণিক ওসিকে ব্যপারটি দেখার জন্য বলে। তার পরেও কোনো প্রতিকার না পেয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করি।
এ ব্যপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম এর কাছে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে, ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেব।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com