শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। আজ ২০/১২/২৪ ইং শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের আমিরুল ইসলাম শিমুলের বাড়ির সামনে অটো ভ্যান ও খ্যাককর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইসরাফিল ৪০ নামের এক কাপড় ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামে।সে ঐ গ্রামের জালাল মাতব্বরের ছেলে। ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের
এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়ক থেকে দুর্ঘটনা কবলিত অটোভ্যান ও ইট ভর্তি খ্যাককর গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে আমি ফোর্স পাঠিয়েছি। উদ্ধার কাজ শেষ, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।