মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
আজ ৬ ৩০ মিনিটে (সূর্যোদয়ের সাথে সাথে) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন কর্তৃক পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
৮ ৩০ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা বিএনপি কর্তৃক উপজেলার ভাটিয়াপাড়াস্থ সম্মুখ সমর যুদ্ধ স্মৃতিসৌধ ও ফুকরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১০ ৩০ মিনিটে কাশিয়ানী উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, কৃষি কর্মকর্তা এজাজুল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউদ্দিন খান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মুহাম্মদ শেখ সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com