বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল বাজারে অবস্থিত – ( সিংগাপুর ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ) – প্রথমবারের মতো অল্প খরচে ওয়েল্ডিংয়ের যাবতীয় কাজ শিখানো হচ্ছে। এই প্রশিক্ষণটি দেশী ও বিদেশী কর্মসংস্থানে দক্ষতা অর্জন করতে আগ্রহী যুবকদের জন্য একটি বড় সুযোগ।
প্রশিক্ষণ সেবাসমূহ: ARC 1G-6G Welding, MIG 1G-4G Welding, TIG 1G-6G Welding, Pipe Fitter, Fabricator, Hand Cutting, Auto Cutting
ওয়েল্ডিং শিল্পে দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনি শুধু দেশে নয়, বিদেশেও কাজের সুযোগ পেতে পারেন। বিশেষ করে ১. দক্ষিণ কোরিয়া ২. জার্মানি ৩.সিঙ্গাপর ৪.পোল্যান্ড ৫.পর্তুগাল ৬.রোমানিয়া৭.দুবাই ৮.সৌদি আরব ৯.কাতার ১০.বাহারাইন, সহ অন্যান্য উন্নত দেশগুলোতে ওয়েল্ডিং কাজের ব্যাপক চাহিদা রয়েছে। ওয়েল্ডিং প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে আপনি যে সকল সুবিধা পেতে পারেন তা হলো:
১. উচ্চ বেতন: বিদেশে ওয়েল্ডিং কাজের জন্য ভাল বেতন প্রদান করা হয়। দক্ষ ওয়েল্ডিং বিশেষজ্ঞরা সহজেই মাসিক ৭০০-১০০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। ২. বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ: বিদেশে যাওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ ও স্কিল সার্টিফিকেট প্রদান করা হয়, যা কর্মসংস্থানে সহজতর হয়। ৩. ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা: ওয়েল্ডিং শিল্পের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা চাকরি পেতে আরও বেশি সুযোগ পান। ৪. প্রশিক্ষণ থেকে সাফল্য: ওয়েল্ডিং শেখার পর, আপনি নিজে একটি ওয়েল্ডিং কোম্পানির মালিকও হতে পারেন কিংবা বড় বড় নির্মাণ প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি ওয়েল্ডিং-এর সকল প্রকার কাজ শিখতে পারবেন, যা আপনাকে দক্ষ একজন ওয়েল্ডিং বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করবে। ওয়েল্ডিং শেখার মাধ্যমে আপনি কেবল চাকরি খুঁজেই শেষ করবেন না, বরং আত্মকর্মসংস্থানও তৈরি করতে পারবেন।
যোগাযোগ ঠিকানা: সাজাইল বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ, মোবাইল নম্বর: 017974442442, WhatsApp নম্বর: 01911906759
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।