ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
গোটা দেশের করোনা সংক্রমণ, আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নির্ণয় র্যাংকিং এ ৬৪ টি জেলার মধ্যে কক্সবাজার দেশের ৬ নম্বর শীর্ষ স্থানে রয়েছে।
বিবিসি বাংলার পরিসংখ্যানে দেশের মানচিত্রের আলোকে জেলা ভিত্তিক আজকের সর্বশেষ করোনা আপডেট যে তথ্য পাওয়া গেল। করোনায় সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান র্যাংকিং এ দেশে প্রথম সারিতে রয়েছে ঢাকা মহানগর ও ঢাকা জেলা। মোট আক্রান্ত ১৯৩০৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে, চট্টগ্রাম জেলা (মহানগর উত্তর, দক্ষিণ) মোট আক্রান্ত ২৬৬২ জন। তৃতীয় স্থানে রয়েছে, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা, মোট আক্রান্ত ২৩৩৩ জন। চতূর্থ স্থানে গাজীপুর মোট আক্রান্ত ১১১৫ জন। পঞ্চমে কুমিল্লা জেলা, আক্রান্ত সংখ্যা ১০৩৮ জন। তবে ষষ্ঠ স্থানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন নগরী কক্সবাজার জেলা, মোট আক্রান্ত ৮৮৭ জন।
আইইডিসিআর এর বিশেষজ্ঞগণ মন্তব্য করেছেন চলমান পরিস্থিতিতে করোনা সংক্রমণের হার বাড়তে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে কক্সবাজার দেশের শীর্ষে অবস্থান করতে পারে এমনটা আশংকা তাদের।
এশিয়ার বৃহত্তম শরণার্থী ক্যাম্প কক্সবাজার জেলাতে। রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাসের প্রদূর্ভাব বৃদ্ধি পেতে থাকলে দেশে প্রধান করোনা হটস্পটে পরিণত হতে পারে এমনটি আশংকা স্থানীয় জনপ্রতিনিধিদের।
ক্যাম্প সংলগ্ন স্টেশন গুলোতে দীর্ঘ যানজট, রোহিঙ্গাদের অসচেতনতা, ক্যাম্পে কর্মরত এনজিওগুলো জেলার বাইরের কর্মীদের কোয়ারান্টাইন না মেনে তাদের অবাধ বিচরণে স্থানীয়রা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এনজিওগুলোর কোয়ারান্টাইন নিশ্চিত করতে উখিয়া-টেকনাফবাসী জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com