গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ নিহতের স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে। বুধবার এ ব্যাপারে নিহতের বাবা থানায় মামলা করেছেন। নিহত হাজেরা বেগম (১৭), জামালপুরের ইসলামপুর থানার আগড়াখালী এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
গাছা থানার এসআই উদয়ন বিকাশ বড়ুয়া ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গাজীপুরের পোশাক কারখানায় চাকরির সুবাদে জামালপুরের হাজেরার সঙ্গে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার এনায়েতপুর এলাকার রমজান আলীর ছেলে মামুনের (২৩) পরিচয় হয়। এর সূত্র ধরে তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক হয়। প্রায় দেড় বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন এবং তারা গাজীপুর মহানগরের কুনিয়া পাছর এলাকার মিজানুর রহমান মিঠুর বাসায় ভাড়ায় উঠেন। বিয়ের কয়েক মাস পর হতে যৌতুকের দাবিতে পরিবারের লোকজনসহ মামুন তার স্ত্রীর উপর নানাভাবে নির্যাতন করে আসছিল। এরই মাঝে হাজেরা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। যৌতুক না দেওয়ায় মামুন অন্তঃসত্ত্বা স্ত্রীকে মাঝে-মধ্যেই বেধড়ক মারধর করে। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে হাজেরা অসুস্থ হয়ে মঙ্গলবার রাতে মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বুধবার এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে যৌতুকের দাবিতে নির্যাতন ও নির্যাতনের পর হত্যার অভিযোগে থানায় মামলা করেছেন।
\হএ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী মামুন (২৩) ও শ্বশুর রমজান আলীকে (৫০) গ্রেপ্তার করেছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com