রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
ওমর ফারুক আকাশ,গুইমারা উপজেলা প্রতিনিধি:
সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সকলে মিলেমিশে পার্বত্য এলাকার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে। সিন্দুকছড়ি জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ,সম্প্রীতি,ও আইনশৃংখলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনসহ নিয়মিত ভাবে বিভিন্ন জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
বুধবার(২০ জানুয়ারী) দুপুরে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বড়পিলাক বাজারে দেড়শতাধিক অসহায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরন কালে প্রদান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।
এসময় ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী মো: কাওসার জাহান,নবাগত ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল আরিফ আহমেদ চিশতী উপস্থিত ছিলেন এছাড়াও উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,মৌজা প্রধান মংশে চৌধুরীসহ জোনের দায়িত্বরত সেনা র্কমকর্তাগন উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।