মোঃ করিমুল হক, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারায় ট্রাক, সিএনজি ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন আহত হয়েছে। শুক্রবার(১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে জানা যায়, ঢাকা থেকে আসা খাগড়াছড়ি গামী ট্রাক(ঢাকা মেট্রো ট ১৮-৮৭৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মাইক্রো বাসকে(ঢাকা মেট্রো ঘ-২২-৩২২৮) ধাক্কা দিয়ে খাগড়াছড়ি হতে গুইমারা গামী সিএনজি সহ রাস্তার বাম পাশে খাদে পড়ে যায়। খাদে পড়ে গ্যাস চালিত সিএনজিতে সাথে সাথে আগুন ধরে যায়। এতে সিএনজিতে থাকা চালক মোঃ রিয়াজ হোসেন (৩৫)ও তার ভাই মোঃ রেজওয়ান হোসেন গুরুতর আহত হয়। আহতরা পার্শ্ববর্তী উপজেলা মানিকছড়ির একসত্তাপাড়ার হাবিবুর রহমানের ছেলে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রনে এনে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয় লোকজন গুইমারা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে এবং গাড়ি গুলো উদ্ধার করে গুইমারা থানায় নেওয়া হয়েছে ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com