তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিকশা-ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার সাবদিন গ্রামের ধলু চন্দ্রের ছেলে ও রিকশা-ভ্যান চালক নিমাই চন্দ্র (৩০) ও বরিশাল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে খোকন চন্দ্র (১৮)।
স্থানীয়রা জানান, জুনদহ বাজার থেকে নিমাই চন্দ্র তার ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানের এক্সেল ভেঙে গেলে সকল যাত্রী রাস্তার মাঝখানে ছিটকে পড়ে। এসময় রংপুর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিচে চাপা পড়ে ভ্যান চালাক নিমাই চন্দ্র ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও আহত তিন যাত্রীর মধ্যে খোকন চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপর আহত দুইজন হলেন, রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদ মিয়া (৩৫) ও বরিশাল গ্রামের আব্দুল লতিফ মিয়া (৫০)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত ও আহতদেরকে উদ্ধার করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com