রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
মামুন আলম,নোয়াখালী প্রতিনিধি:
মঙ্গলবার বিকালে গরুর বাজারে পরিদর্শনে আসেন আসেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন।এ সময় তিনি গরু ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
সোনাইমুড়ী উপজেলার বৃহত্তম গরুর হাট সোনাইমুড়ী বাজার। প্রতিবছর ঈদুল আযহার সময় হাটের দিনে কয়েক হাজার গরু নিয়ে উপস্থিত হন ব্যবসায়ীরা।তেমনি আবার ক্রেতাদেরও ভিড় হয় ঐতিহ্যবাহী এই বাজারে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন। এসময় যেসকল গরু ব্যবসায়ীদের মুখে মাস্ক ছিলনা তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
উপস্থিত যেসকল ক্রেতাদের মাস্ক ছিলনা তাদের মাস্ক ক্রয় করে পরিধান করার ব্যবস্থা করেন।বাজারে যাতায়াত ব্যবস্থা ও ক্রেতাদের চলাচলে যেনো বিঘ্নতা না ঘটে সে দিকে খেয়াল রাখেন তিনি।
বৃহত্তর এই বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য নিযুক্ত আছে সোনাইমুড়ী থানা পুলিশ। এছাড়াও বাজারে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপস্থিত আছে র্যাব-১১।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।