বিনোদন ডেস্কঃ পাকিস্তানে ১৭ বছর আগের একটি খুনের মামলার আসামি এমকিউএম নেতা আমির খান। সম্প্রতি এই নেতা মামলাটি থেকে রেহাই পেয়েছেন। আর এনিয়ে খবর প্রচার করতে গিয়ে দেশটির একটি টেলিভিশন অভিযুক্ত খুনির জায়গায় প্রচার করলো বলিউড সুপারস্টার আমির খানের ছবি!
পাকিস্তানের এক নারী সাংবাদিক টেলিভিশনে প্রচারের সেই মুহূর্তের ছবি তুলে তা পোস্ট করেন টুইটারে। এতেই কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। একের পর এক ট্রোল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তিনি টেলিভিশনের নাম প্রকাশ করেননি।
এদিকে বিষয়টি নিতান্তই ভুল বলে দাবি করেছে ওই পাকিস্তানি টিভি। তাদের দাবি, গ্রাফিক্স প্লেটটি যিনি বানিয়েছেন তিনি হয়তো বলিউডের পারফেকশনিস্ট অভিনেতাকে চিনতেন না। তাই গুগলে নাম দিয়ে খুঁজে তার ছবিটি পেয়ে বসিয়ে দিয়েছেন। পরবর্তীতে অবশ্য তারা ছবিটি সরিয়ে ফেলে।
কিন্তু পাকিস্তানি টেলিভিশনটির এমন যুক্তি মানতে নারাজ অনেকে। তাই ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে এনিয়ে আমির খান কোনো মন্তব্য করেননি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com