মোঃ ওমর ফারুক আকাশ, গুইমারা উপজেলা প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কংজরী চৌধুরীর মাতা মাসু চৌধুরী বার্ধক্যজনিত কারনে ৬ই ডিসেম্বর রবিবার সকালে মৃত্যুবরন করেন। মৃত্যু কালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে জেলাব্যাপী শোকাবহ বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয়।খবর পেয়ে কংজরী চৌধুরীর বাসায় ছুটে আসেন খাগড়াছড়ির সাংসদ ও শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় তিনি প্রয়াত মাসু চৌধুরীর বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা পাড়া মহল্লার রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রায় শতাধিক সংগঠনের পক্ষথেকে শোকবার্তা ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে প্রয়াত মাসু চৌধুরীকে শেষবারের মত দেখতে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ ভিড় করে। হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হন প্রয়াত মাসু চৌধুরী। সর্বশেষ সোমবার দুপুর ২ টায় গুইমারা চৌধুরী পাড়াস্থ, পারিবারিক শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন হয় যাতে অংশ নেয় হাজারো মানুষ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com