কাউছার হামিদ আপন
খাগড়াছড়ি (মানিকছড়ি) প্রতিনিধি //
খাগড়াছড়ি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জননেতা বাবু কংজুরী চৌধুরীর মায়ের মৃত্যুতে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের শোক ও সমবেদনা প্রকাশ।
জনাব কংজুরী চৌধুরীর
গর্ভধারণী মাতা, ধার্মিক উপাসিকা শ্রীমতি মাসু চৌধুরী আজ ৬ নভেম্বর সকাল ৮ঃ৩০ ঘটিকায় সময় নিজবাস গৃহে পরলোকগমন করেছেন(অনিচ্চা বতঃ সাংখারা)। তাঁর পরলোকগমনে খাগড়াছড়ি জেলা এবং মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, মানিকছড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, মানিকছড়ি মারমা উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পুষ্পাস্তবক অর্পণসহ শোকাহত পরিবারের সাথে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য যে,প্রয়াতা মাসু চৌধুরী অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল ৭ ডিসেম্বর রোজঃ সোমবার গুইমারা শ্বশানে সম্পন্ন হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com