মো করিমুল হক, জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলা ও রোগিদের জীবন বাঁচাতে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে আধুনিক জেলা সদর হাসপাতালে ৩০টি বড় অক্সিজেন সিলিন্ডার হস্থান্তর করা হয়।
বৃহস্পতিবার ১৬জুলাই দুপুরে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সামনে সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশের নিকট এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় ১টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও ১টি অক্সিজেন কনসেন্ট্রেট সহ চিকিৎসা সামগ্রীও প্রদান করা হয়।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও হার্ড বিশেষজ্ঞ ডা: পূর্ণ জীবন চাকমা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এম এ জব্বার, গাইনী কনসাল্টেন ডা. জয়া চাকমা, ডা. সুভাস বসু, ডা. টুটুল চাকমা, ডা. আলা উদ্দিন, ডা. রাজর্ষী চাকমা, ডা. নিউচিং চৌধুরী এমেলি প্রমূখ।
পরে হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বাস্থ্য সেবা ও জীবণ বাঁচাতে সকলকে সচেতন থাকার বিকল্প নেই। তাই করোনা মোকাবেলায় ডাক্তারদের পাশপাশি সকলকে সচেতন হতে হবে। চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য খাতে সংকট মোকাবেলায় জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসার ফলে করোনা মোকাবেলার অন্যতম হাতিয়ার অক্সিজেন সিলিন্ডার পেল খাগড়াছড়ি সদর হাসপাতাল। এ সময় তিনি আগামীতে চিকিৎসা সামগ্রী সংকট কাটাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী তার বক্তব্যে বলেন, উন্নত চিকিৎসা ও খাগড়াছড়ি হাসপাতালে সম্প্রতি ৪৫ কেজি ওজনের টিউমার ওপারেশন সহ উল্লেখ যোগ্য সাফল্যের জন্য ডাক্তাদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও সব ধরনের সহযোগিতা প্রদান প্রতিশ্রুতি দেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com