ওমর ফারুক আকাশ
গুইমারা উপজেলা প্রতিনিধি:
শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ শান্তির প্রতীক পায়রা ,বেলুন উড়িয়ে খাগড়াছড়ির গুইমারায় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়েছে।
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন বুধবার বিকেল ৩ টায় গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহরিয়ার জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। এছাড়াও
১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক ল্যাপ্টেনান কর্ণেল কাজী মোঃ কাউসার জাহান,রিজিয়ন জি টু আই মেজর মোঃ মঈনুল আলম,সিন্দুকছড়ি জোন উপ অধিনায়ক মেজর জুনায়েত বিন কবির, উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রেু মারমা,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা,ইউ পি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন, যুব সমাজকে খেলাধুলার মধ্যমে মাদক এবং সকল প্রকার নেশা থেকে বিরত থাকা সম্ভব।
উদ্বোধনী এ ম্যাচে গুইমারা ইউনিয়ন একাদশ পাতাছড়া ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে গিয়ে এক শুন্য গোলে পরাজিত করে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com