মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
মো করিমুল হক, জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি)ঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ২নং ওয়ার্ডের নুর মোহাম্মদ টিপু (৩২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ১০ নম্বর এলাকার শাপ মারা নামক একটি ব্রিজের নিচ থেকে বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে অপহরণের পর পরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
নুর মোহাম্মদ টিপুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
নিহত নুর মোহাম্মদের স্ত্রী জোহরা আক্তার বলেন, সকালে তিন উপজাতি যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলে নুর মোহাম্মদ নিয়ে যান। এর কিছুক্ষণ পর থেকে মোবাইল ফোনে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
মাটিরাঙ্গা থানার ওসি-তদন্ত শাহ নূর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ১০ নম্বর এলাকার সাপমারা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ২নং ওয়ার্ডের নুর মোহাম্মদ টিপু (৩২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ১০ নম্বর এলাকার সাপ মারা নামক একটি ব্রিজের নিচ থেকে বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে অপহরণের পর পরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
নুর মোহাম্মদ টিপুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
নিহত নুর মোহাম্মদের স্ত্রী জোহরা আক্তার বলেন, সকালে তিন উপজাতি যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলে নুর মোহাম্মদ নিয়ে যান। এর কিছুক্ষণ পর থেকে মোবাইল ফোনে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
মাটিরাঙ্গা থানার ওসি-তদন্ত শাহ নূর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ১০ নম্বর এলাকার সাপমারা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।