সোমবার, ১৪ Jul ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
মো করিমুল হক, জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ঃ
পার্বত্য খাগড়াছড়ি জেলার মেরুং ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্রী পদ্মা চাকমার চিকিৎসা সহায়তার প্রথম পর্যায়ে ৫০ হাজার টাকা অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মঙ্গলবার (৪ আগষ্ট ) সকালে খাগড়াছড়ি সরকারি হাসপাতালে গিয়ে পদ্মা চাকমার পিতা লালন চাকমার হাতে এ আর্থিক অনুদান টাকা তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সদর হাসপাতালের আরএমও ডা. পূর্ণ জীবন চাকমা, বিএম সেক্রেটারি ডা. টুটুল চাকমা প্রমুখ।
গত ৯ জুলাই খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হওয়ার পর কিডনি রোগে আক্রান্ত পদ্মা চাকমার উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কথা রয়েছে।
খাগড়াছড়ি দিঘীনালা মেরুং ইউনিয়নে পূর্বকুল বাচামরং পাড়া, ৭ নং ওয়ার্ডের বাসিন্দা পদ্মা চাকমা বেতছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী। দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য পার্বত্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিক ভাবে এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।