মো করিমুল হক, জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ঃ
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লীষ্টদের মাঝে সরকারী সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা।
আজ বৃহস্পতিবার (৩০জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার হলরুমে খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের হাতে এই চেক তুলে দেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (প্রতিমন্ত্রী)। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আজহার হীরা।
এসময় জেলা ক্রীড়া অফিসার স্বপন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা আজম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লীষ্ট জেলার ৪৫ জন ক্রীড়া ব্যক্তিত্বের জন্য ৩ লাখ ১৫ হাজার টাকা পাঠায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের প্রত্যেকে ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com