মো করিমুল হক, জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ঃ
বাংলাদেশ সরকারের এডিবি-ওএফআইডির অর্থায়নে পার্বত্য খাগড়াছড়ি পৌরসভার তত্বাবধানে ১৮কোটি ৯৭লক্ষ ৫৭হাজার ৬৮৩টাকা ১৪পয়সা ব্যয়ে খাগড়াছড়ি গেইট হতে চেঙ্গী স্কয়ার, মোহাম্মদপুর কবরস্থান হতে চেঙ্গী স্কয়ার ও ইসলামিয়া মাদ্রাসা গেইট হতে চেঙ্গী স্কয়ার পর্যন্ত চার লেন সড়কের নির্মান কাজ শুরু হয়েছে বলে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ্ব মো. রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি পৌরসভার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় পর্যটন নগরী খাগড়াছড়ি জেলা শহরকে ঢেলে সাজানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে ও শহরের যানযট সমস্যা নিরসনে চার লেন সড়ক নির্মান কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি ২০২১ সালের ৩০ শে জুনের মধ্যে চার লেন সড়ক নির্মান কাজ শেষ হবে।
তিনি বলেন, চার লেন সড়কবর্তমানে খাগড়াছড়ি পৌরসভার তত্ত্বাবধানে আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৭ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট-ড্রেন নির্মান এবং ওর্য়াল্ড ব্যাংকের অর্থায়নে ৮ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় বিএমডিএফ পৌর সুপার মার্কেটের কাজ চলমান রয়েছে।
এছাড়া খাগড়াছড়ি পৌরসভা আগামী তিন বছর পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে আগামী অক্টোবরের মধ্যে কুয়েত ফান্ডের আওতায় প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকাসহ মোট ৭৫ কোটি টাকার বরাদ্দ পাবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com