রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি।
খাগড়াছড়ি জেলার পানছড়িতে পাশাপাশি গড়ে উঠেছে মন্দির ও মসজিদ। প্রথমে নতুন কেউ পানছড়িতে আগমন করলে অদ্ভুত একটা ব্যাপার মনে হবে তার কাছে।
মন্দিরের নাম হলো পানছড়ি বাজার দেবালয় মন্দির আর মসজিদের নাম হলো পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
পানছড়ি মন্দিরের সেক্রেটারী বিমল কান্তি দেব ও লুৎফুর রহমান জানান আমরা হিন্দু ও মুসলিম ভাইয়েরা সহ মত হয়ে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যে যার যার উপাসনা ও নামাজ আদায় করে থাকি।এতে করে একে অপরের কোন রকম বিরক্তের কারন হয়ে দাড়ায় না।
ভাতৃত্বের এ এক অটুট বন্ধন যেন।মন্দিরের সেক্রেটারী বিমল কান্তি দেব ও মসজিদ সেক্রেটারী লূৎফুর রহমান জানান আমরা দুজনেই ছেলে বেলার বন্ধু। আমাদের মতের যথেষ্ট মিল রয়েছে।নামাজের সময় উপাসনা ঢাক ঢোল বাজনা বন্ধ থাকে।ফলে করো কোন রকম অসুবিধা হয় না।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।