কাউছার হামিদ আপন উপজেলা প্রতিনিধি মানিকছড়ি
খাগড়াছড়ি///
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার চার উপজেলার মনোনয়নপত্র আজ (১৭এপ্রিল ২০২৪) যাচাই-বাছাই করেছে জেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা। উপজেলাগুলো থেকে নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।
নির্বাচন অফিস সূত্র জানায়, আজ ১৭ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই শেষে ৪০জনের মনোনয়ন পত্র বৈধ ও ১জনের বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আগামী ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার ও ২৩ এপ্রিলপ্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বৈধ ঘোষণা করা প্রার্থী যারা
লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, নীল বর্ণ চাকমা, রতন বিকাশ চাকমা, চাথোয়ং মারমা ও হরিমোহন চাকমা।
ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা ও রাজেন্দ্র চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনুচিং মারমা, সাগরিকা চাকমা ও অয়ক্রোইপ্রু মারমা মনোনয়নপত্র বৈধ ঘোষনা দিয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলায় বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো. রহিছ উদ্দিন ও আবুল কাশেম ভূঁইয়া। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীগণ হলেন, মো. জালাল মিয়া, মো. দেলোয়ার হোসেন, অনি রঞ্জন ত্রিপুরা ও মো. আলী হোসেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা বেগম,মনোয়ারা বেগম ও মোছা. আমেনা বেগম ।
মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ আব্দুল হামিদ। ভাইস চেয়ারম্যান পদে মো. জাহিদুল আলম মাসুদ, সামায়ুন ফরাজি সামু, চলাপ্রু মারমা নিলয় ও মোক্তাদির হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহেলা আক্তার ও নূর জাহান আফরিন লাকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, মো. আব্দুল কাদের। ভাইস চেয়ারম্যান পদে মো. উমর ফারুক, মো. মোবারক হোসেন, মো. শামসুদ্দিন মিলন, মো. আনোয়ার ফারুক ও মো. নুরুল আমিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার ও নাছিমা আহসান মিলা।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে
রিটার্নিং কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল চেয়ারম্যান ১৬জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ ১৫জন ও ভাইস চেয়ারম্যান মহিলা ১০জন প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
আজ সকাল ১০টায় জেলা নির্বাচন অফিস কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বাদ পড়া প্রার্থী বৈধতা চ্যালেঞ্জ করে আগামী ২০এপ্রিল পর্যন্ত আপিল করে ২১ এপ্রিল প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com