জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা বৃহস্পতিবার (২৫শে মে) বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৩- ২০২৪ অর্থ বছরের সম্ভাব্য আয় ১ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৫১২ হাজার টাকা, সম্ভাব্য ব্যয় ১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৮৬৪ টাকা। উদ্বৃত্ত ২ হাজার ৬৪৮ টাকা দেখানো হয়। খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে ও ইউপি সচিব মেজবাহুর রহমানের পরিচালনায়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান, দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন (লেবু), আদাবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আলম।
আরো উপস্থিত ছিলেন, খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখারুল ইসলাম (পেলব), খগাখড়িবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহফুজা বেগম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মো. তবিবুল ইসলাম বলেন, এলাকার উন্নয়ন করতে হলে সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন। জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com