সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
পরিবর্তন ডেস্কঃ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে গেছে পুলিশ।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করতে গেলে বাধা দেন র্যাব, পুলিশ, এপিবিএন ও বিজিবির সদস্যরা। তবে ১২টা ২০ মিনিটের মধ্যে তাদেরকে ক্যাম্পাস ছাড়ার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীকে চারদিক থেকে ঘিরে ধরে। এ সময় পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
উত্তরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে পুলিশকে সরে যেতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পুলিশ সরে না গেলে ক্যাম্পাস থেকে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। এ সময় আশেপাশের দোকানপাটে অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে ক্যাম্পাস থেকে বেরিয়ে পুলিশকে ঘিরে ধরে শিক্ষার্থীরা। এ সময় কোণঠাসা হয়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের নিরাপত্তা দিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।