ইয়াছিন আলী ইমন,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে নাগেশ্বরী উপজেলার কালিগন্জ ইউনিয়নে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার(১৭ জুলাই) দুপুর ১০ টায় সাধারণ শিক্ষার্থীরা কালিগন্জ হুজুর আলি উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকেন। এরপর কালিগন্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি কালিগন্জের প্রধান সড়ক দিয়ে কয়েকদি ওযাডয়ে যান।আমার ভাই মরল কেন?প্রশাসনের কাছে জবাব চাই, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা দিতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে বিকেল ১ টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন , ‘গতকালকে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি।যতদিন এইটার সমাধান হবে না,তত দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব আমরা সবাই মিলে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com